Sunday, June 16, 2013

ANDROID FREE NET

রুটেড আনরুটেড সকল ডিভাইসের GP free internet জন্য।
এজন্য প্রয়োজন হবে OperaMini অথবা UC Browser এবং একটি জিপি সিম।
শুরতেই আপনার ডিভাইসটি কনফিগার করে নিতে হবে। এজন্য নিচে ফলো করুন, settings >wireless & networks >Mobile networks এ যান। যদি আপনি ডুয়েল সিম ইউজ করে থাকেন তাহলে Mobile networks এ প্রবেশ করার পর সিম সিলেক্ট করতে হবে। যদি জিপি সিমটি SIM1হয় তাহলে subscription 1 সিলেক্ট করুন। আর যদি জিপি সিমটি SIM2 হয় তাহলে subscription2 সিলেক্ট করুন। ধরুন আপনার জিপি সিমটি সিম 1এ আছে। তাহলে subscription 1 সিলেক্ট করে এরপর Access Point Names এ প্রবেশ করুন। মেনু বাটন প্রেস করে new APN এ ক্লিক করুন। এবার এভাবে কনফিগার করে নিন;
GP-MMS
এবার এই কনফিগারেশনটি ডিফল্ট হিসেবে সেট করুন।
এখন আপনাকে একটি হান্ডেলার OperaMini Or UC Browser ডাউনলোড করতে হবে।
এটি ইনস্টল করার পুর্বে আপনার মোবাইলে যদি কোনো OperaMini Or UC Browser ইনস্টল করা থাকে তাহলে সেটি আনইনস্টল করে নিন।
এবার মোবাইলের ডাটা অন করে অপেরাটি ওপেন করুন। OperaMini Or UC Browser ওপেন করলে একটি হ্যান্ডেলার মেনু দেখতে পাবেন।এখান থেকে proxy type এ HTTP or HOST or REAL HOST সিলেক্ট করুন। proxy Server বক্সে টাইপ করুন 10.6.0.2.8080 @beta.opera-mini.net এবার save প্রেস করুন। আপনি যদি সবকিছু ঠিকমতো করতে পারেন তাহলে অপেরমিনিটি ইনস্টল হবে।
ভালো স্পীড পেতে অবশ্যই যেকোনো একটি প্যাকেজ কিনে নিবেন। UC Browser এর জন্য FrontQuery ব্যবহার করতে হবে ভাল ডাউনলোডের জন্য।
Use java cgi link here. Don't use http or host for UCBrowser ,Only FrontQuery
opmin7029952 test version.apk
UC Browser v8.90hui.apk
 OperaMini v652hui.apk

No comments:

Post a Comment

Comment if you have any question, or comment in this section!