Monday, June 17, 2013

airTel free net with uc brOwser

যাইহোক কাজ শুরু করি।প্রথমেই আপনার এয়ারটেল সীমে ১ টা নেট প্যাকেজ এক্টিভ করে নিন।
আমি সাজেষ্ট করবো ৩০ টাকা দিয়ে ২০ এমবি প্যাকেজ টা নেয়ার জন্য।কারন এই প্যাকেজ এক্টিভের মাধ্যমে আপনি ১৫ দিন ফ্রী ব্যবহার করতে পারবেন।
প্যাকেজ এক্টিভ করতে ডায়াল করুন *121#

আপনি যদি নোকিয়া জাবা ফোন ব্যবহার করেন তবে নিচ থেকে কনফিগারেশন টা ডাওনলোড করে নিন
Airtel uc Download support.prov

এই সেটিংস টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোনে।যেহেতু বহুদিন আগে থেকে ব্যবহার করে আসছেন তাই এটা নিয়ে বেশী কিছু বলবো না।
তারপর আপনার ফোনের কনফিগারশন এ যান সেখান থেকে Rana নামের সেটিংস টা ডিফল্ট করুন।
তারপর নিচের Active default in all app option টায় ক্লিক করুন।
তারপর নিচ থেকে আপনার চাহিদা মতো uc browser ডাওনলোড করে পুরা পুরি ফ্রী নেট চালান...............
Uc browser Modified by mehedi

symbian & chaina settings
Name: UC airTel free by mehedi
 Proxy:108.171.246.221
Port:80
apn:internet
Homepage:Tricktipbd.blogspot.comcom

এই uc টা মোড করতে আমাকে ১ টা cgi এর ওপর নির্ভর করতে হবে যেটার bandwith যেকোন সময় শেষ হয়ে যেতে পারে।
এটার bandwith শেষ হয়ে গেলে নতুন আরেকটা দেয়ার আগ পর্যনত নিচের সেটিংস টা দিয়ে এই uc গুলা দিয়ে ফ্রী ব্রাউজিং করতে পারবেন।
Uc only browsing

Note: আপনার ফোনে Mb রাখতে হবে কিন্তু তা কাটলেও অনেক সামান্য কাটবে।mb দেখতে ডায়াল করুন *778*36#

No comments:

Post a Comment

Comment if you have any question, or comment in this section!