Tuesday, June 11, 2013

SPEED UP INTERNET ON YOUR COMPUTER

প্রথমে Start Button-এ যান।এরপর Run এ Click করুন। gpedit.msc লিখে এন্টার করুন।
১।Local Computer Policy থেকে Computer Configuration এ click করুন।
২।Computer Configuration এর Administrative Templates এ double click করুন।
৩।Administrative Templates থেকে Network এ যান।
৪।Network থেকে QoS Packet Scheduler ক্লিক করুন।
৫।এখন ডান পাশে লক্ষ্য করুন।Limit Reservable bandwidth দেখতে পাবেন।এটি সাধারনত Not Configured মুডে থাকে।আপনি এটার উপর ডাবল ক্লিক করে এনাবল রেডিও বাটনটি select করুন।এরপর আপনি value বসাবার একটি বক্স দেখতে পবেন।এখানে যে ভ্যালুই দেয়া থাক না কেন আপনি তাতে ০(জিরো) বসিয়ে ok করে বেরিয়ে আসুন।
৬।Start Button এ ক্লিক করে Run select করুন।এবার লিখুন gpupdate এবং Enter করুন।
ব্যাস! হয়ে গেল ...।Windows Operating System সাধারনত ২০% bandwidth reserve করে রাখে।আপনি এ পদ্ধতিতে reserved bandwidth নিজের জন্য ব্যবহার করতে পারেন।ভাল লাগলে অবশ্যই কমেন্ট করুন।ধন্যবাদ।

2 comments:

  1. vaiya korse ut kivabe vujbo ja spreed beshi hoyasee??

    ReplyDelete
  2. net speed monitor ai soft ta use kore deken taholai bujben

    ReplyDelete

Comment if you have any question, or comment in this section!