Thursday, June 27, 2013

আপনার ব্রাউজার (Firefox, Chrome, Skype etc) এর স্পিডটা আরেকটু বাড়িয়ে নিন!

নেট ইউজ করতে করতে অনেক সময় Firefox বা Chrome স্লো হয়ে যায়। আজ যেই সফটটা শেয়ার করতে যাচ্ছি, এটি দিয়ে আপনি আপনার Firefox, Chrome, Skype এর স্পিডটা আরেকটু বাড়িয়ে নিতে পারবেন। আসলে বলতে চাচ্ছি যে, অনেক সময় Firefox ওপেন হতে অনেক দেরী করে। আপনি যখন এই ছোট্র সফটটি ইউজ করবেন তখনই বুঝতে পারবেন এটি কতটুকু কার্যকরী। শুধু রান টাইমই দ্রুত হয় না। আমি লক্ষ করে দেখেছি প্রতিবার Firefox ওপেন করার আগে যখন এই সফটি দিয়ে আগে Firefox কে Optimize করে নিই তখনই ভালো পারফ্যরম্যান্স পেয়ে থাকি। আর সবচেয়ে মজার কথা হলো এটি একটি পোর্টেবল সফট অর্থাৎ সেটআপের কোন বিরক্তিকর ঝামেলা নেই! এছাড়াও এটি মাত্র এক মেগাবাইট ওজনের যা ডাউনলোডের ক্ষেত্রেও সুবিধাজনক। তাই আপনি যদি মনেকরেন যে আপনার এই সফটটি প্রয়োজন আছে তাহলে ব্যবহার করে দেখতে পারেন। ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন-
download now
ব্যবহার করা একদম সহজ- নিচের স্ক্রীনশর্টটা দেখুন-



১। যদি Firefox/Chrome/Skype ওপেন করা থাকে তাহলে ক্লোজ করে দিন।
২। তারপর আপনি যেটি ইউজ করেন Firefox/Chrome/Skype সিলেক্ট করে Optimize বাটনে ক্লিক করুন। সর্বোচ্চ ২-৩ সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে যাবে।
৩। এখন Firefox/Chrome/Skype ওপেন করে দেখুন ইনশআল্লাহ ২/৩গুণ স্পীড বেড়ে যাবে।

No comments:

Post a Comment

Comment if you have any question, or comment in this section!