আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাধারনত ব্লগ এ লিখিনা বললেই চলে। কারন
লিখার মত ক্রিয়েটিভিটি আমার নেই। সুন্দর করে লিখতে পারিনা কিন্তু মাঝে
মাঝে লেখার লোভও সামলাতে পারিনা। তাই আজকে লিখতে বসে গেলাম।
অনেকেই ওয়াইফাই হটস্পট বানানোর জন্য কানেক্টিফাই ব্যাবহার করে থাকে, কিন্তু এটির ফ্রী ভার্সন এ অনেক এডাপ্টার শেয়ার করা যায়না। অনেকে নেট থেকে বিভিন্ন ধরনের ক্রাক খুঁজে ব্যাবহার করেন, যা অনেকটা সময় সাপেক্ষ এবং ঝামেলাও বটে।
আসুন দেখি কিভাবে কাজ করে এটি দিয়ে। নিচের লিঙ্ক থেকে সফটওয়ার নামিয়ে নিন।
http://www.mypublicwifi.com/publicwifi/en/index.html
তারপর যথা নিয়মে ইনস্টল করুন, ইনস্টল হলে পরে পিসি রিস্টার্ট হবে। রিস্টার্ট শেষে নিচের নিয়মে কাজ করুন।
সফটওয়ার টি রান এস এডমিনিস্ট্রেটর মোড এ ওপেন করুন।
তারপর উপরের ছবির মত একটি উইন্ডো ওপেন হবে। Autometic Hotspot Configuration এ ক্লিক করুন।
Network name ও Network key এ আপনার পছন্দ মত নাম আর পাসওয়ার্ড দিন।
তারপর যে এডাপ্টারটিতে নেট কানেকশন আছে সেটি সিলেক্ট করুন এবং Set up and Start Hotspot এ ক্লিক করুন। হয়ে গেলো শেয়ারিং।
এখন আপনার ওয়াইফাই এনাবল ডিভাইস দিয়ে কানেক্ট করুন আপনার ওয়াইফাই হটস্পটে।
Clients এ ক্লিক করে আপনার হটস্পট এ কানেক্টেড ডিভাইস দেখতে পারবেন।
আজকের মত এখানেই শেষ। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
অনেকেই ওয়াইফাই হটস্পট বানানোর জন্য কানেক্টিফাই ব্যাবহার করে থাকে, কিন্তু এটির ফ্রী ভার্সন এ অনেক এডাপ্টার শেয়ার করা যায়না। অনেকে নেট থেকে বিভিন্ন ধরনের ক্রাক খুঁজে ব্যাবহার করেন, যা অনেকটা সময় সাপেক্ষ এবং ঝামেলাও বটে।
আজ আমি আপনাদের সাথে যে সফটওয়্যার শেয়ার
করব তা এইসব ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিবে এবং এর অন্যতম সুবিধা হচ্ছে
আপনি যদি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করেন তাহলে কানেক্টিফাইকে আপনার
ইন্টারনেট সিকিউরিটি ব্লক করে দিবে এবং আপনি ডায়াল আপ কানেকশন শেয়ায়র
করতে পারবেন। কিন্তু এই সফটওয়ারে এই সমস্যা হবেনা। আরও একটি সুবিধা হচ্ছে
এটি একেবারে ফ্রী ও ঝামেলাবিহীন।
এই যে দেখুন যাকে নিয়ে কথা বলছি তার নামটাই জানা হল না। সফটওয়ারটির নাম হচ্ছে “মাই পাবলিক ওয়াইফাই”আসুন দেখি কিভাবে কাজ করে এটি দিয়ে। নিচের লিঙ্ক থেকে সফটওয়ার নামিয়ে নিন।
http://www.mypublicwifi.com/publicwifi/en/index.html
তারপর যথা নিয়মে ইনস্টল করুন, ইনস্টল হলে পরে পিসি রিস্টার্ট হবে। রিস্টার্ট শেষে নিচের নিয়মে কাজ করুন।
সফটওয়ার টি রান এস এডমিনিস্ট্রেটর মোড এ ওপেন করুন।
তারপর উপরের ছবির মত একটি উইন্ডো ওপেন হবে। Autometic Hotspot Configuration এ ক্লিক করুন।
Network name ও Network key এ আপনার পছন্দ মত নাম আর পাসওয়ার্ড দিন।
তারপর যে এডাপ্টারটিতে নেট কানেকশন আছে সেটি সিলেক্ট করুন এবং Set up and Start Hotspot এ ক্লিক করুন। হয়ে গেলো শেয়ারিং।
এখন আপনার ওয়াইফাই এনাবল ডিভাইস দিয়ে কানেক্ট করুন আপনার ওয়াইফাই হটস্পটে।
Clients এ ক্লিক করে আপনার হটস্পট এ কানেক্টেড ডিভাইস দেখতে পারবেন।
আজকের মত এখানেই শেষ। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment
Comment if you have any question, or comment in this section!